আশুলিয়াদেশজুড়েস্থানীয় সংবাদ

নতুন পরিবার খুজে পেল ‘শিশু জীম’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ফেলা রাখা সাত মাসের বাচ্চা জীমের দায়িত্ব নিয়েছে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মিল্টন সমাদ্দার ও মিঠু হালদার দম্পতি।

শনিবার (২০জুলাই) সেরেব্রাল পালসিতে আক্রান্ত জীমের দায়িত্ব নেয় ঢাকায় অবস্থিত এ আশ্রয়কেন্দ্রটি। এ দম্পতি সংবাদমাধ্যমে জানান, এ আশ্রয়কেন্দ্রটিতে বর্তমানে ২ জন প্রতিবন্ধী শিশু এবং ৫৯ জন বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন। আমরা মূলত ২০১৪ সাল থেকে এ সংগঠনটি পরিচালনা করে আসছি। মূলত আমাদের নিজেদের আয়েই এটি পরিচালিত হয়। তবে অনেক সময় অনেকেই বিভিন্ন ধরনের সাহায্য-সহযোগিতা করে থাকেন। এ বাচ্চাটিকে আমরা আমাদের মেয়ে হিসেবে লালন-পালন করব।

এ সময় হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান, শিশু রেজিস্ট্রার ডা. মাহবুব জোবায়ের সোহাগ, ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য অরুপ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতালটির পরিচালক ডা. মিজানুর রহমান জানান, জীম প্রতিবন্ধী হওয়ায় তাকে কোনো দম্পতি দত্তক নিতে চাচ্ছিলেন না। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হওয়ায় পরে এ দম্পত্তি আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাটির দায়িত্ব নেওয়ার কথা জানায়। প্রত্যাশা করছি “চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার” আশ্রয় কেন্দ্রে শিশুটি ভালো থাকবে।

জানা যায়, জিমকে হাসপাতালে ভর্তি করা হয় গত ২৫ জুন। পিতার নাম আবুল ও ঠিকানা নয়ারহাট ছাড়া আর কোনো তথ্য দেননি তার ‘মা’। হাসপাতালে ভর্তির সব নিয়মাবলী শেষ হওয়ার আগেই বাচ্চাকে বেডে রেখে বেরিয়ে যান তিনি। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে গত ১৮ জুলাই শিশু জীমকে নিয়ে সংবাদ পরিবেশন হয়। এরপরেই সামাজিক মাধ্যম ফেইসবুকের মাধ্যমে উক্ত সংবাদ পায় চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার চেয়ারম্যান মিল্টন সমাদ্দার।

Related Articles

Leave a Reply

Close
Close