খেলাধুলা

নারী ক্রিকেট দলের মালিক এবার শাহরুখ খান

ঢাকা অর্থ নীতি ডেস্ক: এবারে নারী ক্রিকেটে দল কিনলেন বলিউড বাদশা শাহরুখ খান। রিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নারীদের টুর্নামেন্টে ‘ত্রিনিবাগো’ দলের মালিকানা কিনেছে তার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ‘নাইট রাইডার্স’।

টুইটারে এ খবরটি নিজেই জানিয়েছেন শাহরুখ। তিনি লেখেন, প্রথমবারের মতো নারী ক্রিকেট দলের মালিকানা নিল নাইট রাইডার্স। দলটির নাম ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’। নারী সিপিএলের প্রথম আসর থেকেই দলটি খেলবে।

শাহরুখ লিখেছেন, ‘আমাদের সবার জন্য এটা খুবই আনন্দের মুহূর্ত। আশা করছি, আমি ওদের সরাসরি দেখার জন্য উপস্থিত থাকতে পারব।’

৩০ আগস্ট শুরু হচ্ছে নারী ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। শাহরুখের দল ছাড়াও টুর্নামেন্ট খেলার জন্য নিশ্চিত হওয়া অন্য দুটি দল হলো ‘বার্বাডোজ রয়্যালস’ এবং ‘গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স’।

শাহরুখ ও জুহি চাওলা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিটির মালিক। নারী সিপিএলের নতুন দল ছাড়াও তাদের আরও চারটি ক্রিকেট দল আছে। এগুলো হলো আইপিএলে ‘কলকাতা নাইট রাইডার্স’, আমেরিকার ঘরোয়া টুর্নামেন্টে ‘লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স’, পুরুষদের সিপিএলে ‘ত্রিনিবাগো নাইট রাইডার্স’ ও আবুধাবির ঘরোয়া লিগে ‘আবুধাবি নাইট রাইডার্স’।

Related Articles

Leave a Reply

Close
Close