দেশজুড়েপ্রধান শিরোনাম

নির্বাচন এলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসেঃ তথ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নির্বাচন এলেই অভিযোগ করা বিএনপির অভ্যাসগত স্বভাব বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর পোর্ট কানেক্টিং সড়কের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির অভিযোগ আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তাদের প্রার্থী, এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে পুলিশ। এছাড়া সরকারি দল প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও তাদের অভিযোগ। তবে নির্বাচন আসলেই এখন অভিযোগ করা তাদের স্বভাবে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘যেকোনও নির্বাচন এলেই বিএনপি অভিযোগের বাক্স খুলে বসে। তবে কোনও নির্বাচনে জয়লাভ করার পরই তাদের মুখটা বন্ধ হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘জনগণের দৃষ্টিতে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করছে। দেশের অন্যান্য সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনের মতো চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে।’

হাসান মাহমুদ বলেন, ‘পাকিস্তান এখন আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানের টেলিভিশনের টকশোতে আলোচনা হয় “আমাদের দয়া করে একজন শেখ হাসিনা দাও, আমাদের দেশকে বাংলাদেশ বানিয়ে দাও’’। আর ভারতের বিভিন্ন টেলিভিশন টক-শোতে ব্যাপক আলোচনা হয়, “বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে জিডিপি গ্রোথ রেট এবং মাথাপিছু আয়ে ভারতকেও ছাড়িয়ে যাচ্ছে’’।’

তিনি বলেন, দেশ ও পৃথিবীব্যাপী প্রশংসিত হলেও একটি পক্ষ কখনও সরকারের প্রশংসা করতে পারে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা ও কয়েকজন বুদ্ধিজীবী সরকারের উন্নয়ন দেখতে পান না। তারা মূলত চোখ থাকতেও অন্ধ। নতুন বছরে আমার প্রত্যাশা তারা এখন চোখ খুলে এসব বিষয় দেখবেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close