দেশজুড়েপ্রধান শিরোনাম

নিষেধাজ্ঞা শেষ, জেলেদের সমুদ্রযাত্রা শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মঙ্গলবার (৩০ অক্টোবর) রাত ১২টায়। এরপরেই খুলনাসহ উপকূলীয় অঞ্চলের জেলেরা সমুদ্রযাত্রা শুরু করেছেন। এই অঞ্চলের প্রায় তিন লাখ জেলে ফের পাঁচ মাসের জন্য এই যাত্রায় অংশ নিচ্ছেন। সুন্দরবন সংলগ্ন আলোর কোলসহ আশপাশ চর এলাকায় মাছ শিকার করবেন তারা। সাগর থেকে মাছ সংগ্রহ করে চরে এসে তা শুঁটকি করা হবে। আর বিভিন্ন এলাকার মহাজনরাও জেলেদের সঙ্গে যোগাযোগ করে তাজা মাছ সংগ্রহ করে স্থানীয় মোকামে হাজির করবেন। এভাবেই চলবে মার্চ পর্যন্ত।

জানা গেছে, খুলনার ডুমুরিয়ায় সাতশ’, পাইকগাছার হিতামপুর গ্রামে কপোতাক্ষ নদীর পাড়ের দেড় শতাধিক জেলে এই যাত্রায় অংশ নিচ্ছেন।

ডুমুরিয়ার ইলিশ শিকারি জেলে সুকুমার বিশ্বাস বলেন, ’২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে চরম সংকটের মধ্যে দিনাতিপাত করতে হয়েছে। এই অবস্থার মধ্যেও ধার দেনা করে সাগরে যাওয়ার প্রস্তুতি নিয়েছি।’

পাইগাছার তপন মণ্ডল বলেন, ‘নৌকা তৈরি, দড়ি বানানো, তেলের ড্রাম প্রস্তুত ও বিভিন্ন কাজ সম্পন্ন করছি। প্রয়োজনীয় লোকও ঠিক করেছি।’

মনিশংকর বিশ্বাস বলেন, ‘মার্চ মাস পর্যন্ত সাগরে অবস্থান করবো। তাই নিজ ও পরিবারের খরচ সামলে নিতে মহাজনের কাছ থেকে দাদন (ঋণ) নিতে হয়েছে।’

ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসার মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘৯ অক্টোবর থেকে শুরু হওয়া ইলিশ আহরণে নিষেধাজ্ঞা ৩০ অক্টোবর রাত ১২টায় শেষ হয়েছে। এখন আর জেলেদের ইলিশ আহরণে বাধা নেই। জেলেরা উৎসবমুখর পরিবেশে সাগরে যাত্রা করছে।’

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close