দেশজুড়ে

নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার চেয়ে উপাচার্যকে স্মারকলিপি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডাকসু ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছেন উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে ‘উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজ’ ব্যানারে এ স্মারকলিপি জমা দেন তারা।

তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরসহ পুরো প্রশাসন। উপাচার্য রাষ্ট্রের তহবিল থেকে বেতনভাতা নিলেও, সরকারি কর্মকর্তার মতো আচরণ করছেন বলে অভিযোগ করেন তারা।

এ সময় ডাকসুর ভিপির ওপর হামলার ঘটনায় কিছু দায় স্বীকার করেন উপাচার্য। পাশাপাশি অভিভাবকদের পরামর্শ অনুসারে অগণতান্ত্রিক পরিবেশ ঠেকাতে কাজ করার কথা জানান তিনি।

উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু অভিভাবক। সে কারণে অভিভাবকদের বক্তব্যগুলো আমাদের গ্রহণ করা খুবই জরুরি। আমাদের একেবারেই আন্তরিক সদিচ্ছা থাকবে যাতে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনাগুলোর পুনরাবৃত্তি যেন না ঘটে।”

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close