প্রধান শিরোনাম

পঞ্চগড়ে নদীতে মিলল অবিস্ফোরিত মর্টার শেল

ঢাকা অর্থনীতি ডেস্ক: পঞ্চগড়ের করতোয়া নদী থেকে একটি মর্টার শেল পাওয়া গেছে। তবে এই মর্টার শেলটি কোন দেশের তা জানা যায়নি।

আজ সোমবার (৩০ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা সদরের রামেরডাঙ্গা এলাকায় করতোয়া নদী থেকে বালু তোলার সময় আব্দুর রাজ্জাক ও রহমত আলী নামের দুই শ্রমিক খুঁজে পায় মর্টার শেলটি।

লোহার জিনিস ভেবে তারা সেটি নদীর দক্ষিণ পাড়ে নিয়ে আসে। পরে পঞ্চগড় সদর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে সেখানেই বালুর উপর রাখে। পরে নিরাপত্তা বেষ্টনি দেয়ার পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। আকারে ১২-১৪ ইঞ্চি লম্বা অবিস্ফোরিত মর্টার শেলটি মুক্তিযুদ্ধ কিংবা বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) বেনজীর আহমেদ জানান, আমরা ধারণা করছি কোন যুদ্ধক্ষেত্রে মর্টার শেলটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেটি অবিস্ফোরিত অবস্থায় বালিতে চাপা পড়ে ছিলো।

সেনাবাহিনীর বোম ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা মর্টার শেলটি পরীক্ষা করে বিস্তারিত বলতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close