দেশজুড়েপ্রধান শিরোনাম

পদ্মা সেতুর উদ্বোধনে নাশকতার আশংকায় সতর্ক থাকার আহবান প্রধানমন্ত্রীর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন বানচাল করতে নাশকতা হতে পারে- এমন তথ্য আছে বলে সব বাহিনী প্রধানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্যে এই কথা বলেন সরকার প্রধান। এ সময় স্বাধীন জাতি হিসেবে কারো কাছে হাত না পেতে, মাথা নত না করে নিজেদের আর্থিক সক্ষমতা নিয়ে কাজ করে সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এমন একটা ঘটনা ঘটাবে যাতে আমরা উদ্বোধনটা করতেই না পারি। বিভিন্ন জায়গায় আগুন, সমস্ত জিনিস রহস্যজনক। আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় সবার নজর দিতে হবে।’

এসএসএফের সব সদস্যকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে যারা বিদেশি অতিথি এসেছেন, তারা প্রত্যেকে এসএসএফ’র ভূয়সী প্রশংসা করেছেন। এটা ধরে রাখতে হবে। আমার পরিবারের মতো যারা আমার সঙ্গে কাজ করেন, তাদের জন্য দোয়া করি। বিশেষ করে এসএসএফ’র জন্য দোয়া করি। আমি জানি তারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা দিচ্ছেন।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close