শিক্ষা-সাহিত্য

পরীক্ষা কেন্দ্রে ‘ভুলবশত’ মোবাইল নেওয়ায় শিক্ষককে অব্যাহতি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন নিয়ে দায়িত্ব পালন করায় এক শিক্ষককে পরীক্ষার দায়িত্ব পালন থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার(১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর উপজেলা সরকারি কমিশনার (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে দেখেন পরীক্ষা কেন্দ্রের কক্ষে দায়িত্বরত পাড়ারগাঁও আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক (গণিত) আনোয়ার হোসেন স্মার্ট মুঠোফোন ব্যবহার করছেন। পরে তিনি পরীক্ষা কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করেন।

জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব জয়ন্ত শেখর রায় জানান, পরীক্ষা কেন্দ্রে ভুলবশত মুঠোফোন নিয়ে দায়িত্ব পালন করায় শিক্ষক আনোয়ার হোসেনকে দায়িত্ব পালন থেকে বহিষ্কার করা হয়। ওই শিক্ষক জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে দায়িত্বরত।

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মখলেছুর রহমান জানান, বহিষ্কৃত শিক্ষকের স্থলে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close