আশুলিয়াস্থানীয় সংবাদ

পলিথিন বিক্রি ও মজুতের দায়ে আশুলিয়ায় দোকান মালিককে আর্থিক দন্ড

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে ৩ ব্যবসায়ীকে  ৮০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম।

এর আগে বিকেলে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে আশুলিয়ার জামগড়া ও নবীনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ বলেন, বিকেলে পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে জামগড়া এলাকার রোমান ভুইঁয়ার মার্কেটে দুটি গোডাউনে বিক্রয় নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে ৫০ হাজার টাকা ও নবীনগরের বাইশমাইল এলাকা সংলগ্ন ১টি গোডাউনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা হয় বিপুল পরিমাণ পলিথিন।

অভিযানে পরিবেশ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন মুহাম্মদ রাজীব, সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব এবং আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close