দেশজুড়েপ্রধান শিরোনাম

পাওনা টাকা না পেয়ে জানাজায় বাধা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নাটোরের সিংড়ায় পাওনা টাকা না পেয়ে এক গার্মেন্টস কর্মীর জানাজায় বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিংড়া থানায় সোমবার একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইটালী ইউপির তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামের জমসেদ আলীর ছেলে আব্দুস সামাদ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। গত ৩১ জুলাই ঈদের দিন বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাদ মাগরিব আব্দুস সামাদের মরদেহ ঈদগাহ মাঠে জানাজার প্রস্তুতি নেয়া হয়।

খবর পেয়ে একই গ্রামের লোকমান হোসেনের ছেলে হাফেজ মাওলানা মুফতি রমিজুল করিম আনসারী সামাদের কাছে ৪০ হাজার টাকা দাবি করে জানাজায় বাধা দেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও মুফতি রমিজুল করিম না মানায় জোরপূর্বক ঈদগাহ মাঠে জানাজা শেষে বাঁশবাড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে সামাদের দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় সামাদের বাবা জমছেদ আলী সোমবার মুফতি রমিজুলের বিরুদ্ধে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন।

জমসেদ আলী বলেন, টাকা পাওনার বিষয়টি আমার জানা ছিল না। মুফতি রমিজুল করিম হঠাৎ আমার ছেলের জানাজায় বাধা দেন। টাকা না পেলে আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন।

মুফতি রমিজুল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, টাকার জন্য কাউকে হুমকি ও মরদেহ দাফনে বাধা দেয়ার কোনো ঘটনা ঘটেনি। তিন বছর আগে আব্দুস সামাদকে এক বিঘা জমি লিজ বাবদ লিখিত একটি স্ট্যাম্পের মাধ্যমে ৩৩ হাজার টাকা দেই। বছরে ১০ মণ ধান দেয়ার কথা থাকলেও তিনি দেননি। হঠাৎ সামাদের মৃত্যুর কথা শুনে জানাজায় অংশ নিয়ে গ্রামবাসীর সামনে পাওনা টাকার কথা বলতেই তার স্বজনরা অস্বীকার করে আমাকে টাকা দেবে না বলে মারপিট করে মাঠ থেকে তাড়িয়ে দেন।

এ বিষয়ে সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close