বিশ্বজুড়ে

পাকিস্তানে ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন

ঢাকা অর্থনীতি ডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে দেশটির নির্বাচন কমিশন। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। বুধবার ভোটের আগে ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো যাবে না প্রচারণা। প্রিজাইডিং কর্মকর্তা ছাড়া ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না কেউ। আশপাশের ভবনের ছাদে ওঠার বিষয়েও দেয়া হয়েছে নিষেধাজ্ঞা।

এদিকে, পাকিস্তানে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতা ইস্যুতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ ও সাংবাদিকদের ভোটকেন্দ্র পরিদর্শনের সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলো। পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ মিলিয়ে ৮৫৯ আসনের জন্য লড়ছেন প্রায় ১৮ হাজার প্রার্থী। মোট ভোটার সংখ্যা ১৩ কোটি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close