দেশজুড়েপ্রধান শিরোনাম

পাটুরিয়ায় ৬ পরিবহনকে জরিমানা, যাত্রীদের ভাড়া ফেরত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাটুরিয়া থেকে ঢাকাগামী লোকাল যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৬টি গণপরিবহনকে জরিমানা করা হয়েছে। এসময় পাঁচ শতাধিক যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দেন চালকরা।

শনিবার (১৭ আগস্ট) পাটুরিয়া ঘাটের সংযোগ সড়কে সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

সংবাদমাধ্যমে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে সকাল থেকে বিভিন্ন পরিবহনকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড এবং ৫০০ যাত্রীর কাছ থেকে হতে নেওয়া ৩২ হাজার ৫০০ টাকার অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

এছাড়া ট্রাকে যাত্রী পরিবহনের অপরাধে পাঁচ ট্রাক চালককে অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ। যাত্রী হয়রানি বন্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close