বিনোদন

‘পার্টনার’ হলেন মেহজাবীন-অপূর্ব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় জুটি মেহজাবীন অপূর্ব। দুজনে এবার হাজির হচ্ছেন ‘পার্টনার’ হিসেবে। এটি কোনও ব্যবসায়িক পার্টনার নয়, লাইফ পার্টনার! বাস্তবে নয়, নাটকে। অপূর্ব-মেহজাবীনের এক নতুন ধারার গল্প উঠে আসবে সদ্য নির্মিত ‘পার্টনার’-এর মাধ্যমে।

আরিফুল ইসলাম পাঠকের চিত্রনাট্যে সিএমভি’র ব্যানারে এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। এর গল্পে দেখা যাবে, অপূর্ব ও মেহজাবীন একই মহল্লার বাসিন্দা। যদিও সড়কে তাদের পরিচয় ঘটে ভয়ংকর তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে। এবং নাটকের প্রায় পুরোটাজুড়েই চলতে থাকে সেই তিক্ততার রেশ।

‘পার্টনার’ প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ১১ ডিসেম্বর নাটকটি উন্মুক্ত হবে আরটিভি’র পর্দায় এবং সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কাজটি প্রসঙ্গে অপর্ব বলেন, ‘গল্পটি বেশ মজার। চূড়ান্ত তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে দুজন মানুষের চরম মিষ্টি সম্পর্কে পৌঁছানোর গল্প এটি। দর্শকরা আনন্দ পাবেন।’ নির্মাতা জানান, ‘শত্রু থেকে বন্ধুত্ব হওয়ার গল্প এটি। আমি চেয়েছি নতুন ধারার গল্প বলতে। বাকিটা দর্শকরা বিচার করবেন।’

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close