দেশজুড়েপ্রধান শিরোনাম

পিটিয়ে হত্যা করা হয়েছে আবরারকে : চিকিৎসক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার(০৭ অক্টোবর) দুপুর দেড়টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মার্গে তার ময়নাতদন্ত হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ঢামেকের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আবরারের হাত-পা, পিঠে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বাঁশ কিংবা লাঠি দিয়ে আঘাত করা হতে পারে। আঘাতের কারণে ইন্টারনাল রক্তক্ষরণ হয়। এতে তার মৃত্যু হয়।’

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘তার কপালে কাটা দাগ আছে। এ ছাড়া বেশিরভাগ জায়গায় পেটানোর আঘাত । যেগুলো কালচে রঙ ধারণ করেছে।’

রোববার রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবরারের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদকে আটক করেছে পুলিশ। তারা দুজনেই বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র।

আবরার বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর রুমে থাকতেন। ফাহাদের বাবার নাম বরকতুল্লাহ। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বারডাঙ্গা গ্রামে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close