দেশজুড়েপ্রধান শিরোনাম

পি কে হালদার আরও দুইজন সহযোগী গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অর্থ পাচারে জড়িত থাকায় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) আরও দুইজন সহযোগীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়। দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হক এবং পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী। আজ আরও দুই সহযোগীর জিজ্ঞাসাবাদ করার কথা থাকলেও তারা দুদকে আসেননি।

পি কে হালদারের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আছে। বর্তমানে তিনি বিদেশে পলাতক আছেন।

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পি কে হালদার দুই সহযোগী সুকুমার মৃধা ও তার মেয়ে অনিন্দিতা মৃধাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে দুদক।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close