দেশজুড়ে

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা হবে না : তাবিথ আউয়াল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পুনর্বাসন ছাড়া কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

রোববার(২৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় রাজধানীয় কাড়াইল বস্তি সংলগ্ন মোশাররফ বাজার গেট এলাকায় গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা জানান।

কাড়াইল বস্তিবাসীদের উদ্দেশ্যে তাবিথ আউয়াল বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করেন, তার পাশে কাড়াইল বস্তিতে সবচেয়ে হতদরিদ্রদের বসবাস। ধনী-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

ভোটারদের উদ্দেশে তবিথ আউয়াল বলেন, সময় এসেছে অপশক্তিকে রুখে দাঁড়ানোর। সামনে অনেক ভয়-ভীতি আসতে পারে। ভয়কে জয় করে ঐক্যবব্ধ হয়ে ব্যালটের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে জবাব দেবেন। নিজেদের উন্নয়নে, ঢাকার উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন।

তাবিথ আউয়াল বলেন, পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, খালেদা জিয়ার মুক্তির পথ তরান্বিত করতে হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close