দেশজুড়ে

প্রতিমন্ত্রীকে কোলেপিঠে মানুষ করেছেন তিনি

ঢাকা অর্থনীতি ডেস্ক: সম্প্রতি নানা মন্তব্য করে আলোচনায় থাকা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।

প্রতিমন্ত্রী ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমার পিতা-মাতার পরে যাদের একজন আমাকে কোলেপিঠে করে মানুষ করেছে, তার নাম হযরত আলী।

প্রতিমন্ত্রীর এই পোস্ট অজস্রবার শেয়ার হয়েছে। মন্তব্যের ঘরগুলো ভরে উঠেছে শুভকামনাময় নানা বার্তায়।
মুরাদ হাসান একজন রাজনীতিবিদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি জামালপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য।

প্রতিমন্ত্রীর এমন সহজ স্বীকারোক্তিতে মুগ্ধ হয়েছেন সবাই।

মুরাদ হাসান ঢাকা মেডিকেল কলেজ থেকে ‘প্লাস্টিক অ্যান্ড রিকন্সট্রাকটিভ সার্জারি’র ওপর পিজিটি সম্পন্ন করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে ২০১১ সালে রেডিয়েশন অনকোলজির’র ওপর এম. ফিল ডিগ্রি অর্জন করেন।

তিনি নবম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটিরও কেন্দ্রীয় সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর আজীবন সদস্য।

২০১৮ সালের মন্ত্রী সভায় তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এরপর ১৯ মে ২০১৯ তারিখ থেকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Close
Close