দেশজুড়েপ্রধান শিরোনাম

“প্রথম মাসেই একসঙ্গে ৫০ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হবে”

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনাভাইরাসের ভ্যাকসিন পেলে প্রথম মাসেই একসঙ্গে ৫০ লাখ মানুষকে দেয়া হবে।

সোমবার বিকেল ৪টায় মহাখালী স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে ভ্যাকসিন ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম একথা বলেন।

তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার নতুন তথ্য অনুযায়ী, করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়ার দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া যাবে। সে কারণে প্রথম চালানে পাওয়া টিকা প্রথম মাসেই একসঙ্গে ৫০ লাখ মানুষকে দেয়া হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এর আগে আমাদের জানানো হয়েছিল, প্রথম ডোজ দেয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে। সে হিসেবে প্রথমে ২৫ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গতকাল নতুন নিয়ম জানার পর আমরা পরিকল্পনায় পরিবর্তন এনেছি। প্রথম যে ৫০ লাখ টিকা আসবে তা দিয়ে দেয়া হবে। দুই মাসের মধ্যে আরো টিকা চলে আসবে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close