দেশজুড়েশিক্ষা-সাহিত্য

প্রধানমন্ত্রীকে নিজ নিজ স্বপ্নের চিঠি পাঠালো ৬শ’ শিক্ষার্থী

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপণী, জেডিসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষাথীরা তাদের নিজ নিজ স্বপ্নের কথা লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছে ৬শ’ শিক্ষার্থী।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ‌’হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড’ এসব মেধাবীদের সংবর্ধনার আয়োজন করে। এসব ক্ষুদে শিক্ষার্থীরা বড় হয়ে কি হতে চায়, কেমন বাংলাদেশ গড়তে চায়-তা নিজ নিজ পোস্ট কার্ডে লিখে প্রধানমন্ত্রী বরাবর পাঠিয়ে দেয়।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার প্রধান অতিথি হিসাবে ওই অনুষ্ঠানে উপস্থিত মেধাবী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবু সাইদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close