দেশজুড়ে

প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উজান থে‌কে ধেয়ে আসে পানির প্রভাবে পদ্মায় প্রবল স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্রোতের প্রতিকূলে চলতে গিয়ে বিকল হচ্ছে ফেরি, দেখা দিয়েছে ফেরি সংকট।

এতে পারাপারে দ্বিগুণ সময় লাগছে। পাটুরিয়াঘাটে আটকা প‌ড়ে‌ছে প্রায় পাঁচ শতা‌ধিক পন্যবোঝাই ট্রাক ও দুই শতা‌ধিক বাস। ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘাটে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারন যাত্রীদের। দুই থেকে তিনদিন ধরে পার হতে না পারায় ট্রাক চালক-হেলপাররা পড়েছেন সীমাহীন বিড়ম্বনায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বলেন, ‘পাটু্রিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী ১৫টির মধ্যে বিকল রয়েছে চারটি ফেরি। বাকি ১১টি ফেরি দিয়ে কোনোমতে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরিগুলো নদী পার হতে সময় লাগছে দ্বিগুন, তিনগুন। এতে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। কোনো কোনো ফেরি দূর্বলতার জন্য স্রোতের কারণে পারাপারও হতে পারছে না।’

Related Articles

Leave a Reply

Close
Close