দেশজুড়েপ্রধান শিরোনাম

ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণ: হাইকোর্ট

ঢাকা অর্থনীতি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কি করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করেছে হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (১০ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেনো অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। বিষয়টিকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে, কমিটিকে যথাযথভাবে কাজ করতে আহ্বান জানানো হয়েছে।

হাইকোর্টে রিটটি দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। তার পক্ষে আইনজীবী ছিলেন মুস্তাফিজুর রহমান।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close