শিক্ষা-সাহিত্য

বশেমুরবিপ্রবি’তে পদত্যাগের হিড়িক

বশেমুরবিপ্রবি প্রতিবেদকঃ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পদত্যাগের হিড়িক পড়েছে। মঙ্গলবার সারা দিনে দুটি হলের প্রাধ্যক্ষ, একটি অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ ৭ জন পদত্যাগ করেছেন। এদিকে নতুন করে ৬ জন শিক্ষককে সহকারী প্রক্টর পদে দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সারা দিনে এসব ব্যক্তিরা পদত্যাগ করেছেন। তাঁরা নিজ নিজ পদত্যাগপত্র নিবন্ধক নুরউদ্দিন আহমেদের কাছে জমা দেন। পরে এসব পদত্যাগপত্র ভারপ্রাপ্ত উপাচার্যের কাছে পাঠানো হয়।

পদত্যাগকারীরা হলেন, স্বাধীনতা দিবস হলের প্রাধ্যক্ষ মুহাম্মদ রবি উল্লাহ ও শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ রবিউল ইসলাম, আইন অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুস মিয়া, ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আবদুর রহিম খান, কৃষি বিভাগের চেয়ারম্যান এম. এ সাত্তার, ফুড অ্যান্ড এগ্রো প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নাজমুল হক শাহীন এবং লাইভ স্টোক বিভাগের চেয়ারম্যান মো. শফিকুজ্জামান।

সহকারী প্রক্টর পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা খানম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক মো. নেসারুল হক, রসায়ন বিভাগের প্রভাষক নাসিরুদ্দিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক চয়ন মন্ডল, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ূন কবীর ও সিএসই বিভাগের প্রভাষক এসএএম মেহেদী হাসান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে সহকারী প্রক্টরদের বিষয়টি জানানো হয়।
/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close