দেশজুড়েশিক্ষা-সাহিত্য

বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে সারাদেশে আন্দোলন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশন। একইসঙ্গে বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার দেশের সব বিবেকবান নাগরিক, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও অধিকারকর্মীসহ সর্বস্তরের মানুষজনকে নিয়ে বৃহত্তর কর্মসূচি পালন করবে সংগঠনটি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সংগঠনটির সভাপতি এ আর এম আসিফুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়নের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘এ ধরনের ঘটনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, একটি বিশ্ববিদ্যালয়ের মৌলিক ভিত্তির ওপর কুঠারাঘাত। সংবিধান প্রদত্ত একজন নাগরিকের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার হরণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. নাসিরউদ্দিনের নারী কেলেঙ্কারি, আর্থিক অনিয়ম, নিজ স্বার্থে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ব্যবহারের অভিযোগগুলো ধামাচাপা দিতে তার প্রত্যক্ষ মদদে এ ঘটনাগুলো ঘটছে বলেই প্রতীয়মান হয়। ফাতেমা তুজ জিনিয়া এসব বিষয় নিয়ে গণমাধ্যমে ধারাবাহিকভাবে লিখে যাচ্ছিলেন, যা উপাচার্যের ক্ষোভের প্রধান কারণ এবং ফেসবুক স্ট্যাটাস ও উপাচার্যের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ একটি অজুহাত মাত্র।’

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close