বিশ্বজুড়ে

বাংলাদেশি পরিচয়ে ট্রাভেল পারমিট নিতে এসে ৩ রোহিঙ্গা আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে জালিয়াতির আশ্রয় নিয়ে বাংলাদেশি পরিচয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে ট্রাভেল পারমিট নিতে যায় তিন রোহিঙ্গা যুবক। তাদের দেয়া তথ্য সন্দেহ হয় হাইকমইশনের কর্মকর্তাদের। এসময় তাদের আটক করে হাই কমিশন কর্তৃপক্ষ। গতকাল সোমবার (২২ জানুয়ারি) তাদের মালয়েশিয়ার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও শামসুল আলম।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকৃতরা তাদের ঠিকানায় উল্লেখ করেছিল তাদের বাড়ি কক্সবাজারে। এই ঠিকানা ব্যবহার করে হাই কমিশনে ট্রাভেল পারমিট নিতে আসে তারা। তবে তাদের দেয়া তথ্যে সন্দেহ হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পরে তাদের সরবরাহকৃত তথ্যাদি পর্যালোচনা করে দেখা যায় তারা আসলে বাংলাদেশী নন। মূলত তারা রোহিঙ্গা।

পরে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, ট্রাভেল পারমিট পাওয়ার জন্য এক দালালকে ৪ হাজার রিঙ্গিত প্রদান করে। হাই কমিশন ও মালয়েশিয়া পুলিশের সহায়তায় দালালের সন্ধান করছে বলে জানিয়েছে হাই কমিশন সুত্র।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close