দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করল ভারতীয়রা

ঢাকা অর্থনীতি ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদার চাকুলিয়া সীমান্তের ভারতের অভ্যন্তরে আব্দুল গণি নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা।

সোমবার (২৫ নভেম্বর) রাতে ভারতের হুদাপাড়া সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের অভ্যন্তরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল গণি দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক মো. খালেকুজ্জামান জানান, সোমবার রাতে আব্দুল গণিসহ ৬-৭ বাংলাদেশি নাগরিক অবৈধ ভাবে গরু আনার জন্য বাংলাদেশের চাকুলিয়া সীমান্তের ৮৭ নম্বর মেইন পিলারের পাশ দিয়ে ভারতের হুদাপাড়ায় প্রবেশ করে। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধাওয়া দিয়ে আব্দুল গণিকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে।

ভারতীয় নাগরিকরা আব্দুল গণিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে হুদাপাড়া সীমান্তের শূন্য রেখায় ফেলে রেখে যায়। পরে সহযোগীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যায় তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

Related Articles

Leave a Reply

Close
Close