দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশে পণ্যের দাম কমা নিয়ে নতুন কোন সুখবর নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা অর্থনীতি ডেস্ক: বৈশ্বিক অস্থিরতার শিকার বাংলাদেশে আপাতত পণ্যের দাম কমা নিয়ে নতুন কোন সুখবর নেই বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (এমপি) বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশে অস্বাভাবিকভাবে ডলারের দাম বৃদ্ধি, তেলসহ অন্যান্য পণ্য আমদানিতে পরিবহন খরচ বাড়ায় সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে।

বুধবার (১লা জুন) রংপুর পর্যটন মোটেলে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালায় এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের এসব কথা বলেন।

বানিজ্যমন্ত্রী জানান, চলতি জুনের মধ্যবর্তী সময় থেকে এক কোটি পরিবাবের মধ্যে সাশ্রয়ী মূল্যে সয়াবিন তেল দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে রংপুর বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ কর্মশালায় রংপুর বিভাগের প্রশাসন, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারী দপ্তরের শতাধিক উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close