দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম মারা গেছেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ (কোভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত থেকে মুক্তির পরবর্তী শারীরিক জটিলতায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খোন্দকার ইব্রাহিম খালেদের ভাই সাংবাদিক খোন্দকার মুহাম্মদ খালেদ গণমাধ্যমকে এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রথমে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।

সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন। পরে পোস্ট কোভিড-১৯ জটিলতা বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুরুতে তিনি আইসিইউতে ছিলেন। পরে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। লাইফ সাপোর্টে থাকাকালীন বুধবার ভোরে মারা যান তিনি ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close