দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। আগামী নির্বাচন একতরফা হবে বলে দাবি করে সংগঠনটি জানায়, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।

শনিবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান আব্দুর রহিম এ কথা জানান। তিনি জানান, সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যদিও নির্বাচন কমিশনে এই সংগঠনের নিবন্ধন নেই। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত কোনো সংসদ সদস্যও নেই এই সংগঠনে। তবে জাতীয় নির্বাচনসহ স্থানীয় নির্বাচনগুলোতেও এই সংগঠনের সদস্যরা অংশ নেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close