আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

বাণিজ্য মেলার টিকিটের দাম বাড়ছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত কয়েক বছরের মত প্রাপ্তবয়স্কদের (১২ বছরের বেশি) টিকেটের দাম আর ৩০ টাকার থাকছে না এবার। বড়দের টিকেটের মূল্য ঠিক হয়েছে ৪০ টাকা। তবে অপ্রাপ্তবয়স্কদের জন্য (২ থেকে ১২ বছর) আগের মতই ২০ টাকার টিকেট কিনতে হবে।

কী কারণে টিকেটের মূল্য বাড়ানো হয়েছে জানতে চাইলে ইপিবির কর্মকর্তা ও মেলার আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ বলেন, “সার্বিক দিক বিবেচনা করে এবার প্রবেশ টিকেটের মূল্য বাড়ানো হয়েছে।”

তবে সার্বিক দিক বলতে কী কী বিবেচনা করা হয়েছে- সেই ব্যাখ্যা বাণিজ্য মেলার আয়োজক কর্তৃপক্ষের কাছে পাওয়া যায়নি।

মেলা চলাকালে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কেনা যাবে টিকেট। মেলায় ২৫ শতাংশ টিকেট অনলাইনে বিক্রির শর্ত দেওয়া হয়েছে।

প্রবেশ টিকেট বিক্রির গেইটের ইজারা পেতে এবার সর্বনিম্ন পাঁচ কোটি ২৫ লাখ টাকা কার্যমূল্য ধরে আবেদন করতে হলেও এর চেয়ে বেশি অর্থ খরচ করে গেইটের ইজারা পেয়েছে মীর ব্রাদার্স।

এ প্রতিষ্ঠানের পরিচালক মীর শহীদুল আলম বলেন, তারা ৬ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার রয়্যালিটি দিয়ে টিকেট বিক্রির ইজারা পেয়েছেন।

আর আয়োজকরা বলছেন, মীর ব্রাদার্স ছাড়া আর কেউ টিকেট বিক্রির ইজারা পাওয়ার আগ্রহ দেখায়নি।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close