দেশজুড়ে

বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পরেই মারা গেল ছেলে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার সাঁথিয়া উপজেলায় হাসপাতালে অসুস্থ বাবাকে রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর মারা গেছেন ছেলে মজনু সেখ।

রোববার রাত ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মজনু উপজেলার আতাইকুলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নজু সেখের ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস।

মজনু সেখের মামা মনছুর আলী ঝন্টু জানান, মজনু ঢাকায় গাড়ি চালাতেন। তার বাবার অসুস্থতার কথা শুনে কয়েকদিন আগে গ্রামের আসেন। গুরুতর অসুস্থ বাবার চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। রোববার দুপুরে তিনি তার বাবাকে নিজেই রক্ত দেন। রক্ত দিয়ে হাসপাতাল থেকে বাড়ি যান মজনু। বিশ্রাম না নিয়েই ক্ষেতে যান পেঁয়াজ তুলতে। সেখানে তিনি অসুস্থ বোধ করেন।

তিনি আরো জানান, রোববার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করেন স্বজনরা। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহীতে রেফার করেন। রোববার রাতেই রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close