দেশজুড়েপ্রধান শিরোনাম

বাসে বেশি ভাড়া নিলে আইনগত ব্যবস্থা

ঢাকা অর্থনীতি ডেস্ক: সরকার নির্ধারিত বাস ভাড়ার চেয়েও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে রাজধানীর ৮টি স্থানে অভিযান চালিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ও বিআরটিএ সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম।

বিআরটিএয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, আমরা অনেক অভিযোগ পেয়েছি। অনেক বাসের শ্রমিকরা নির্ধারিত ভাড়া আদায় করছেন আবার অনেকে বেশি নিচ্ছে। যারা বেশি নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখন পর্যন্ত জরিমানা আদায় করা হচ্ছে।

শনিবার (১৩ নভেম্বর) অভিযানে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেশ কিছু বাসের পরিবহন শ্রমিকদের জরিমানা করে বিআরটিএ।

এ সময় সিএনজি চালিত বাসগুলোতে বিআরটিএ ও ডিজেল চালিত বাসে মালিকদের পক্ষ থেকে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

যাত্রীরা অভিযোগ করেন, খুশি মতো ভাড়া বাড়ানোর পরও বাসগুলোতে ইচ্ছে মতো এখনও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ বলেন, সরকার ঘোষিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Close
Close