দেশজুড়েপ্রধান শিরোনাম

বাড়ির পাশে পুকুর থেকে কুমির উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাড়ির পাশে পুকুরে জলজ্যান্ত বড় কুমির লুকিয়ে রয়েছে, কেউ টেরই পাইনি। তবে দেখা মাত্রই ফায়ার সার্ভিস ও বন্য প্রাণী অধিদফতরের সহযোগিতায় কুমিরটি উদ্ধার করা হয়। মিঠা প্রজাতির এই কুমিরটি লম্বায় সাড়ে ৭ফিট এবং ওজন ৮০ কেজি।

ঘটনাটি রাজশাহীর চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন অধ্যাপক রফিকুল ইসলাম টুলু’র বাড়ির পাশের পুকুর থেকে কুমিরটি উদ্ধার হয় । রোববার ( ২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত পাঁচ ঘণ্টায় প্রচেষ্টায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় কুমিরটিকে উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আজ সকালে পুকুরের পাড়ে কুমিরটিকে তারা প্রথমবারের মত দেখতে পান। পুকুরে নিয়মিত যাওয়া আসা থাকলেও এর আগে কুমিরটি কারো চোখে পড়েনি।

রাজশাহী জেলার বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন,পুকুরের পানি কমিয়ে জাল নামিয়ে কুমিরটিকে ধরা হয়েছে। সাফারি পার্কে অবমুক্ত করার জন্য এটি ঢাকা পাঠানো হবে।

তিনি জানান,পুকুরটির সাথে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পদ্মা নদীর সংযোগ রয়েছে। সেই সংযোগ দিয়ে কুমিরটি পুকুরে ঢুকে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।।

Related Articles

Leave a Reply

Close
Close