দেশজুড়ে

বিদেশি নাগরিককে বিয়ে করতে লাগবে রাষ্ট্রপতির অনুমতি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সরকারি চাকুরেরা বিদেশি কোনো নাগরিককে বিয়ে করতে চাইলে রাষ্ট্রপতির অনুমতি নিতে হবে। এমনকি বিয়ের আশ্বাস দেয়ার আগেও রাষ্ট্রপতির অনুমতি থাকতে হবে।

আর অনুমতি না নিয়ে বিদেশি নাগরিক বিয়ে করলে সরকারি চাকুরেরা তাদের চাকরি হারাতে পারেন।

এ সংক্রান্ত একটি বিল ১৬ নভেম্বর ২০১৫ সালে সংসদের এক অধিবেশনে পাস হয়েছে। যা গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) বিল হলে, গণকর্মচারী (বিদেশী নাগরিকের সাথে বিবাহ) আইন, ২০১৫ নামে অবহিত হবে।

পাসকৃত বিলে বলা হয়েছে, অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, কোনো গণ কর্মচারী পূর্ব অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিককে বিয়ে করলে তাকে বিধি লংঘনের দায়ে চাকুরিচ্যুত করা যাবে। অনুমতিপ্রাপ্ত না হলে কোনো গণকর্মচারী বিদেশি নাগরিককে বিয়ে করতে বা বিয়ে করার আশ্বাস দিতে পারবেন না। এজন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের বিয়ে করার বা এ বিষয়ে কাউকে প্রতিশ্রতি দেয়ার আগে রাষ্ট্রপতি বরাবরে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। অনুমতি পাওয়ার পরই কেবল বিয়ে করা যাবে।

Related Articles

Leave a Reply

Close
Close