দেশজুড়েপ্রধান শিরোনাম

‘বিদ্যুৎ থাকবে না’ বলে গুজব ছড়ানো হচ্ছে: সচিব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস বলেন, দেশে বিদ্যুৎ থাকবে না, এমন কোনো তথ্য সরকারের জানা নেই। কিছু স্বার্থান্বেষী মহল ‘বিদ্যুৎ থাকবে না’  এমন গুজব ছড়াচ্ছে।

বুধবার (২৪ জুলাই)  বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।

‘বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে বিরত ও সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।

আহমদ কায়কাউস তার বিজ্ঞপ্তিতে বলেন, একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। আজ (বুধবার) বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে।

তিনি আরও বলেন, দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।

গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান সিনিয়র এই সচিব।

Related Articles

Leave a Reply

Close
Close