শিক্ষা-সাহিত্য

বুয়েটের ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আবরার ফাহাদ হত্যা মামলায় প্রতিষ্ঠানটির ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় প্রতিষ্ঠানটির ২৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে পুলিশের দেওয়া অভিযোগপত্রে ২৫ জনের নাম রয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়টির ছাত্রকল্যাণ বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিজ্ঞপ্তি জারি করা হয়।

আজীবন বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন— মেহেদী হাসান রবিন, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মনিরুজ্জামান মনির, মো. মেফতাহুল ইসলাম (জিয়ন), মো. মুজাহিদুর রহমান, মেহেদী হাসান রাসেল, এহতেশামুল রাব্বী (তানিম), খন্দকার তাবাককারুল ইসলাম (তানভীর), মুনতাসির আল জেমি, এএসএম নাজমুস সাদাত, মো. শামীম বিল্লাহ, মোর্শেদ আমর্ত্য ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মুজতবা রাফিদ, মো. মিজানুর রহমান, মো. আশিকুল ইসলাম, এস এম মাহমুদ, ইশতিয়াক আহমেদ (মুন্না), অমিত সাহা, মো. মাজেদুর রহমান, মো. শামসুল আরেফিন, মোয়াজ আবু হোরায়রা, মো. আকাশ হোসেন, মো. মোর্শেদ-উজ-জামান মণ্ডল ও মুহতাসিম ফুয়াদ।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও ৬ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। এ প্রসঙ্গে ড. মিজানুর রহমান বলেন, “আবরার হত্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এরআগে ১৩ নভেম্বর আবরার হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে পুলিশ। যাদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close