দেশজুড়ে

বৃ-আঙ্গারু ভাইমারায় সালিশ বৈঠকে সংঘর্ষ, নিহত ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল আওয়াল (৪০) নামে একজন নিহত হয়েছেন। আরো ১৫ জনকে গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টায় উপজেলার বৃ-আঙ্গারু ভাইমারা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জলায় মাছ ধরা ও জমি জমা সংক্রান্তসহ বিভিন্ন কারণে দীর্ঘ দিন ধরে বৃ-আঙ্গারু এলাকার রউফ গ্রুপ ও ফজর আলী গংদের মধ্যে দ্বন্দ চলে আসছিল। এর মধ্যে গত ১৮ নভেম্বর ফজর আলী গ্রুপের পক্ষের জমির প্রামানিককে চোরাই মোটরসাইকেলসহ পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। কাজটি রউফ গ্রুপ করেছে এই ভেবে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ঘটনাটি নিরসনে জন্য সকাল ৭টায় সালিশ বৈঠক চলাকালে রউফের লোকজনের উপর লাঠি, সোটা-ফলা নিয়ে ফজর আলীর লোকজন হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রউফের পক্ষের আব্দুল আওয়াল ফলা বিদ্ধ হয়ে মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি ও দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close