শিল্প-বানিজ্য

ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান এফবিসিসিআই’র সভাপতির

ঢাকা অর্থনীতি ডেস্ক: চালের দাম বাড়ানোর বিষয়ে বাজারে অসুস্থ প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। সুযোগ পেলেই দাম বাড়ানোর প্রবণতা থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি।

বৃহস্পতিবার (২ জুন) নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর আমদানি মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি বিষয়ে এফবিসিসিআইয়ের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বাজারে যেসব কোম্পানি প্যাকেটজাত পদ্ধতিতে চাল বিক্রি করছেন তাদের জন্য আলাদা আইন করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান করেন জসিম উদ্দিন।

বেকারি আইটেমের দাম অতিরিক্ত বাড়ানোর বিষয়ে এফবিসিসিআই ব্যবসায়ীদের তলব করবে বলেও জানানো হয়েছে।

এদিকে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযানে এফবিসিসিআইয়ের সমর্থনের কথা জানানো হয় মতবিনিময় সভায়।

অপরদিকে ১৫ দিন পরপর তেলের দাম রিভিউ করার দাবি করেন তেল আমকদানিকারকরা।

এসময় নিত্যপণ্যের ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার অনুরোধ করেন তিনি।

সভায় জানানো হয়, আগামী কোরবানির ঈদে ভোজ্যতেলের ঘাটতি হবে না এবং দামও একই থাকবে। বাজারে তেলের সরবরাহ ভালো রয়েছে। একইসঙ্গে পেঁয়াজের কোনো সংকট হবে না।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close