খেলাধুলা

ব্রাজিল শিবিরে বড় ধাক্কা

ঢাকা অল্থনীতি ডেস্ক: ক্যামেরুনের বিপক্ষে অস্বস্তির হারের পর বড় ধাক্কা ব্রাজিল শিবিরে। হাঁটুর ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া অনিশ্চয়তা রয়েছে অ্যালেক্স টেলেসকে নিয়েও। দেশটির সংবাদমাধ্যম গ্লোবো এ তথ্য নিশ্চিত করেছে।

ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষাটা ভালো হয়নি। হারতে হয়েছে ১-০ গোল ব্যবধানে। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি আগেই সুপার সিক্সটিন নিশ্চিত করে ফেলা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের।

যদিও ম্যাচের পর অস্বস্তি ভর করেছে দুই ফুটবলার চোটে পড়ায়। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল ফুটবল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, ডান হাঁটুতে ব্যথা অনুভব করছেন দলের দুই ফুটবলার অ্যালেক্স টেলেস ও গ্যাব্রিয়েল জেসুস। আমরা প্রাথমিকভাবে তাদের দেখেছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে আঘাত কতটা গুরুতর তার ধারণা মিলবে।

গ্লোবোর বরাতে মিরর জানাচ্ছে, অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে জেসুসকে। এছাড়া স্বস্তির খবর পাওয়া যাচ্ছে না টেলেসকে নিয়েও।

বিশ্বকাপ শুরুর পর থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না ব্রাজিলের। হেক্সা মিশনে কাতারে খেলতে নামা নেইমার ছিটকে গেছেন প্রথম ম্যাচেই। কিছুটা উন্নতি করলেও নকআউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। এছাড়া ইনজুরির সঙ্গে লড়াই করছেন দানিলো ও সান্দ্রো।

Related Articles

Leave a Reply

Close
Close