দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধশত লোক।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রাম ও নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে নোয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে জাল্লাহাটি গ্রামের ফুটবলার রমজানের সঙ্গে নোয়াগাঁও উত্তরপাড়া গ্রামের ফুটবলার জুয়েলের বাকবিতণ্ডা হয়। এরই জেরে গতকাল বুধবার আবারও উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ গিয়ে দেড়ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুলিশের ৫ সদস্যসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন।

Related Articles

Leave a Reply

Close
Close