বিনোদন

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রের মারা গেছেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রে মারা গেছেন। শনিবার (১৩ জানুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রভা।

পরিবার সূত্রে জানা গেছে, আজই মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল প্রভা আত্রের। তবে ভোরের দিকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রভা আত্রে কিরানা ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’সহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন প্রভা আত্রে। প্রভা আত্রে সঙ্গীতের উপর বহু বইও লিখেছেন।

জানা গেছে, প্রভা আত্রের পরিবারের প্রায় সবাই যুক্তরাষ্ট্রে আছেন। তারা ভারতে ফেরার পর আগামী ১৬ জানুয়ারি তার শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। খবর হিন্দুস্তান টাইমসের।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close