তথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে

ভারতে ঢুকেছে পাকিস্তানি ড্রোন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারত সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন ঢুকে পড়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। মঙ্গলবার (৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম। এ ঘটনায় বিএসএফ ও পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

বিএসএফ জানায়, সোমবার রাত ১০টার দিকে পাঞ্জাবের এইচকে টাওয়ার চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় পাকিস্তানের মাটিতে একটি ড্রোন উড়তে দেখা যায়। রাত ১০ থেকে ১০টা ৪০ এর মধ্যে মোট চারবার দেখা যায় ড্রোনটিকে। পরে রাত ১২টা ২৫ মিনিটে পঞ্চমবারের মতো এটিকে উড়িতে দেখা যায়। সে সময় এটি উড়তে উড়তে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ে। এ ঘটনার পর সতর্ক অবস্থান নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী-বিএসএফ।

এদিকে গেল সপ্তাহে পাঞ্জাবে অন্তত ৮টি ড্রোন প্রবেশের কথা জানিয়েছিল ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তানভিত্তিক খালিস্তানি গোষ্ঠীর কাছে এসব ড্রোনে ৮০ কেজি অস্ত্র পাঠানো হয়েছে বলে দাবি করে ভারত।

/এসএম

Related Articles

Leave a Reply

Close
Close