শিল্প-বানিজ্য

ভারতে রপ্তানির খবরে রাজধানীতে বাড়ল ইলিশের দাম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে রপ্তানির খবর প্রচারের পর থেকেই বাজারে বাড়তি ইলিশের দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে অন্যান্য মাছও।

গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় পূজা উপলক্ষ্যে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির ঘোষণা দেয়। আর দু’দিন পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেলো এর প্রভাব। ইলিশের বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। আর এর প্রভাবে বেড়েছে অন্যান্য মাছের দামও।

দাম বৃদ্ধির তালিকায় এখনও রয়েছে মসলা জাতীয় পণ্য পেঁয়াজ। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ বাজারে আসতে শুরু করায় কেজি প্রতি ২০ টাকা কমে ৬০ টাকায় বিক্রি হচ্ছে আমদানিকৃত পেঁয়াজ। তবে, দেশি পেঁয়াজের দাম এখনও ৮০ টাকার ঘরে।

সবজির বাজারও বেশ চড়া। আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে পণ্য সঠিক সময়ে আসতে না পারায় সবজি প্রতি ২০ থেকে ৮০ টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। আর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান চলায় কিছুটা অস্বস্তিতে বিক্রেতারা।

Related Articles

Leave a Reply

Close
Close