বিশ্বজুড়ে

ভারত মহাসাগরের ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরান : পেন্টাগন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারত মহাসাগরে আগুন লাগা রাসায়নিকবাহী ট্যাংকারে ড্রোন হামলা ইরান থেকে চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনও নিভিয়ে ফেলা হয়েছে।

পেন্টাগন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় ভারতের উপকূল থেকে ২০০ নটিক্যাল মাইল (৩৭০ কিলোমিটার) দূরে জাহাজটিতে বিস্ফোরণ ও আগুন লাগে।

তবে পেন্টাগনের এ দাবির বিষয়ে ইরান কোনো মন্তব্য করেনি।

এর আগে মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানায়, জাহাজটি ইসরায়েলের সঙ্গে যুক্ত এবং সৌদি আরব থেকে ভারতে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শনিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে দক্ষিণ লোহিত সাগরের আন্তর্জাতিক শিপিং লেনে দুটি জাহাজ লক্ষ্য করে বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কোনো জাহাজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা প্রভাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।

সেন্টকম জানিয়েছে, সম্প্রতি ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। ওই এলাকায় টহলরত ইউএসএস লাবুন যুদ্ধজাহাজ ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে আসা চারটি ড্রোন ভূপাতিত করেছে।

Related Articles

Leave a Reply

Close
Close