বিশ্বজুড়ে

ভিসা ছাড়াই চীন নাগরিকরা ইরানে যেতে পারবেন!

ঢাকা অর্থনীতি ডেস্ক: এখন থেকে ভিসা ছাড়াই ইসলামি প্রজাতন্ত্র ইরানে সফর করার সুবিধা পাবেন চীনের নাগরিকরা। এ বিষয়ে ইরান সরকার নতুন একটি আইন পাস করেছে।

এ আইন অনুযায়ী, ইরান সফরের ক্ষেত্রে চীনা পর্যটকদেরকে ভিসা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে না।

শনিবার (২৯ জুন) ইরানের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ কার্যালয় এক রিপোর্টে জানিয়েছে, গত ২৩ জুন ইরানি মন্ত্রিসভা এ আইন পাস করে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি ঐতিহ্য, হস্তশিল্প ও পর্যটন সংস্থাগুলোর পক্ষ থেকে সরকারকে এ বিষয়ে পরামর্শ দেয়া হয়েছিল। সরকার বিষয়টি বিবেচনায় নিয়েছে। ভিসামুক্ত সুবিধা দেয়ার পর ধারণা করা হচ্ছে- ইরানে চীনা ব্যবসায়ী ও পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যাবে।

এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Close
Close