দেশজুড়েপ্রধান শিরোনাম

ভিয়েতনাম ফেরত ৮৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভিয়েতনাম ফেরত ৮৩ জন অভিবাসী শ্রমিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে এই শ্রমিকেরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ এসে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যায়।

মঙ্গলবার সকালে তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন বলেন, সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরার এক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিলো।

তিনি জানান, মঙ্গলবার দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেফতার ৮১ জনের মধ্যে রয়েছে দু’জন কাতার থেকে ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন।

তিনি আরো বলেন, সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close