দেশজুড়েপ্রধান শিরোনাম

ভুয়া পরিচয়পত্র তৈরির অপরাধে যুবকের জেল-জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়পত্র তৈরির অপরাধে সুমন নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে শহরের নিমতলা মোড়ে একটি দোকানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দোকানে তল্লাশি চালিয়ে নকল জাতীয় পরিচয়পত্র, পুলিশ, র‌্যাব ও এনএসআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিচয়পত্র উদ্ধার করা হয়। এসময় দোকান মালিক সুমনকে আটক করা হয়।

পরে তাকে দুই মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Related Articles

Leave a Reply

Close
Close