দেশজুড়ে

ভেজাল খাদ্য তৈরির দুই কারখানা সিলগালা, আটক ৬

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভেজালবিরোধী অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুমোদনহীন তিনটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-১১। এসময় মানহীন, ভেজাল খাদ্য প্রস্তুতের অপরাধে হাসান ফুড প্রোডাক্টসকে ২০ লাখ টাকা জরিমানা, এস আলম কনজ্যুমারস প্রোডাক্ট ও এসএস এগ্রো ফুড প্রোডাক্টস এর দুটি কারখানাকে সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মোরসালিন, ফারুক হোসেন, রিপন, রাকিবুল ইসলাম, সাজেদুল ইসলাম ও ইমন।

সোমবার (১৫ জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার গোলকান্দাইল পেনাবো ও মুরাপাড়া এলাকায় তিনটি কারখানায় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় র‌্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিবসহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালুকদার নাজমুস সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রূপগঞ্জ উপজেলায় তিনটি মানহীন ও ভেজাল খাদ্যদ্রব্য প্রস্তুতকারী কারখানায় অভিযান চালায়। একটি কারখানায় এসিআই কোম্পানির নকল লোগো লাগিয়ে লিচি ড্রিংক, ম্যাংগো ফ্লেভার ড্রিংক, গ্রীন কুকিজ বিস্কুটসহ বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে সরবরাহ করতো এবং তাদের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কারখানা কর্তৃপক্ষ।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ জানান, তারা দীর্ঘদিন যাবত অনুমোদনহীন কারখানায় বিএসটিআইয়ের ভুয়া লোগো লাগিয়ে বিভিন্নভাবে ভেজাল খাদ্যদ্রব্য তৈরি করতো। বৈধ কাগজপত্র না থাকার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি কারখানার সিলগালাসহ ৬জনকে আটক করে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close