দেশজুড়ে

ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ল বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তি

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনির বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টা ২৮ মিনিটের দিকে প্রথমে বনানীর গোডাউন বস্তিতে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের বাইদা বস্তিতেও। এসময় খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এক পর্যায়ে তাদের সঙ্গে কুর্মিটোলা, বারিধারাসহ অন্যান্য স্থান থেকে আরও ১৫টি ইউনিট যোগ দেয়। মোট ২২টি ইউনিটের প্রচেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরো জানায়, কোথা থেকে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close