দেশজুড়েপ্রধান শিরোনাম

হবিগঞ্জে বাসের চাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে ও একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১০ জন চিকিৎসাধীন আছেন।

দুই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

সোমবার বিকেল চারটার দিকে উপজেলার সাতাহাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গজনাইপুর ইউনিয়নের মুরাউরা গ্রামের আবু তাহের স্ত্রী সামিরুন বেগম (২৮), তার মেয়ে মারিয়া আক্তার (২), আবু তাহেরের ভাই আনু মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৫), সাতাইহাল গ্রামের নুরুল ইসলামের ছেলে অন্তর মিয়া (২২), সাতাইহাল (কাজীপাড়া) গ্রামের লিজা আক্তার (১৯), দেবপাড়া ইউনিয়নের লতিবপুর গ্রামের কিতাব আলী (৩০) ও অজ্ঞাত পুরুষ (২৬)।

পুলিশ জানিয়েছে, কুমিল্লা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়।

পরে পুলিশ গিয়ে তিনজনের লাশ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। পরে আরও পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close