দেশজুড়ে

মানিকগঞ্জে প্রায় অর্ধশত ডেঙ্গু রোগে আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জে গত ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পাঁচজনকে। বাকি ৩৫জন চিকিৎসাধীন অবস্থায় মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে সাধারণ মানুষের মনে আতঙ্ক বাড়ছে। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা-নিরীক্ষার জন্য পর্যাপ্ত কিট ও রিএজেন্ট সুবিধা না থাকায় বিপাকে পড়েছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. লুৎফর র হমান বলেন, ডেঙ্গু রোগীদের জন্য আলাদা দুটি ওয়ার্ড খোলা হয়েছে। চিকিৎসায় সার্বক্ষণিক চারজন ডাক্তার নিয়োজিত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close